• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৪টি ফেরিঘাটই সচল হয়েছে

অনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০১৬, ১১:০০

রাজবাড়ীর দৌলতদিয়ায় চারটি ফেরিঘাট সচল হয়েছে। এতে কিছুটা স্বাভাবিক হয়েছে যান পারাপার।

তবে পদ্মায় তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে।পারাপারে সময় বেশি লাগছে। শুক্রবার মেরামতের ১০ ঘণ্টার পর বিকল হয়ে যায় দুৃটি ঘাট।

এই রুটে ১৮টি ফেরির মধ্যে এখন সচল রয়েছে ১২টি ফেরি। এতে পারাপারের অপেক্ষায়, দু’পাশে আটকে আছে হাজারের বেশি যানবাহন।

ভোর থেকেই চাপ বেড়েছে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে। লঞ্চ, স্পীডবোট, ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মত। অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে দুর্ভোগে পড়েছেন এ রুটে চলাচাকারীরা।

পারাপারের অপেক্ষায় আটকে আছে, গরু ও পণ্য বোঝাই ট্রাক। এছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাজীপুর, টাঙ্গাইলেরর বিভিন্ন অংশে থেমে থেমে যানবাহন চলছে। যানবাহনের বাড়তি চাপ রয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh