• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চরম ভোগান্তিতে ঘরমুখী মানুষ

অনলাইন ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৩

মোটামুটি লম্বা ছুটির স্বস্তি নিয়ে ঈদ যাত্রা শুরু করলেও অস্বস্তির চূড়ান্তে ঠেকেছেন রাজধানী থেকে ঘরমুখী লাখো মানুষ। বিশেষ করে সড়কপথে ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। বাস টার্মিনাল আর কাউন্টারগুলোতে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা যায়, একেকটি বাস ছাড়তে দেরি হচ্ছে ২-৩ ঘণ্টা করে।

সংশ্লিষ্টরা জানালেন, মহাসড়কে যানজট আর ফেরি ঘাটের অচলাবস্থার ফলে ফিরতি বাসগুলো আসতে দেরি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।অগ্রিম টিকেট কেটেও তাই স্বস্তিতে নেই যাত্রীরা। কাউন্টারগুলোতে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকে। অসুস্থ হয়ে পড়ছে নারী ও শিশু।

এদিকে, ঠিক সময়ে ট্রেন ছেড়ে গেলেও রেলস্টেশনে উপচে পড়া ভিড়ে বিড়ম্বনায় পড়েছেন অনেক যাত্রী। আর টিকেট না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করেই বাড়ি যাচ্ছেন হাজারো মানুষ।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh