• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পালিয়ে আসা আরো ১৪ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যালে

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৮

বাংলাদেশে পালিয়ে আসা আরো ১৪ রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসেছেন।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত এ ১৪ জনকে হাসপাতালে আনা হয় বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, আহতদের মধ্যে ১৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় এবং একজন টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

আহতের মধ্যে নয় জনের নাম পাওয়া গেছে। তারা হলেন করিম উল্লাহ (৪৬), মো. হামিদ হোসেন (৪০), মো. তাহের (১৯), আবুল কালাম (৩৫), মোছাম্মৎ আদিজা (১১), ফাতেমা (১৫), বশির উল্লাহ (২৪), মঞ্জুর রহমান (২৫) ও শামসুল আলম (৩৫)।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতদের মধ্যে আটজন টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

গেলো ২৪ আগস্টের পর থেকে মোট ৮৬ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা নিতে আসেন, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ বা বিস্ফোরণে দগ্ধ হয়েছেন। তাদেরকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত অবস্থায় হাসপাতালে আসার পর একজন গেলে ২৬ অগাস্ট এবং একজন ৩০ আগস্ট মারা যান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh