• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আদালতে আসামিকে ছুরিকাঘাত

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৩

চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে এসে সহযোগীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মাদক মামলার আসামি মোহাম্মদ জুয়েল (২৮)।

মঙ্গলবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ আরটিভি অনলাইনকে জানান, গেলো এপ্রিলে একটি মাদক মামলায় জুয়েলকে গ্রেপ্তার করে বায়োজিদ থানা পুলিশ। পরে জামিন হয় তার। আজ হাজিরা দিতে এলে তার চার সহযোগী শামসুল, সাইফুল, সবুজ ও বেলু আদালত ভবনের তৃতীয় তলার বারান্দা দিয়ে যাবার সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার পেটে এবং উরুতে মারাত্মকভাবে জখম হয়। অভ্যন্তরীণ বিরোধের কারণে তাকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মেলেন্দু বিকাশ চক্রবর্তী আরটিভি অনলাইনকে জানান, আদালত ভবনে তাকে ছুরিকাঘাত করা হলে দৌড়ে তিনি চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজের কক্ষে ঢুকে পড়েন। বিচারক সেময় এজলাসে ছিলেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
বিএনপি নেতা হাবিব কারাগারে
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
X
Fresh