• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম মেডিক্যালে আরো ২ গুলিবিদ্ধ রোহিঙ্গা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৯

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আরো দুই রোহিঙ্গা যুবক ভর্তি হয়েছে।

মিয়ানমারের রাখাইন প্রদেশে থেকে সেনা অভিযানের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় এই দুই যুবক পালিয়ে আসে।

মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয় বলে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

আহতরা হলেন আমান উল্লাহ (২৮) ও মো. আরাফাত (২৫)। তারা দুজনই মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা।

এএসআই আলাউদ্দিন জানান, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতালে আসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

গেলো ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল চলছে।

এরপর থেকে গেলো ১২ দিনে মোট ৪৮ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন গেলো ২৬ অগাস্ট এবং একজন ৩০ আগস্ট মারা যান।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
X
Fresh