• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইফোন ৭ ও ৭ প্লাসে যা আছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৬

অবশেষে উন্মুক্ত হলো বহুল আলোচিত ও দীর্ঘ প্রতীক্ষিত অ্যাপলের পরবর্তী আইফোন ৭ ও ৭ প্লাস।

গেল বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসস্কোয় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক আইফোনগুলো উন্মুক্ত করেন।

ফোন দু’টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে ক্যামেরায়। নানা ফিচারের মধ্যে পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে ৭ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইফোন ৭ প্লাসে পেছনে থাকছে ডুয়াল লেন্স। যার মাধ্যমে ৬এস এর চেয়ে উন্নতমানের ছবি তোলা যাবে।

নতুন ফোন দু’টিতে আগের সংস্করণের চেয়ে ডিজাইনে খুব বেশি পার্থক্য নেই। রয়েছে অ্যালুমিনিয়াম বডি ও গোলাকার প্রান্ত। ৫টি ভিন্ন রঙে পাওয়া যাবে। পানি ও ধুলাবালি প্রতিরোধী। ডিসপ্লে ৪.৭ ইঞ্চি।

আইফোনগুলোতে দুটি স্টেরিও স্পিকার রয়েছে। একটি নিচে ও আরেকটি ওপরে। ফলে ওপর-নিচ উভয় দিক থেকে ব্যবহারকারী শুনতে পাবেন। তবে কোনো হেডফোন জ্যাক থাকছে না।

নতুন আইফোনে আইওএস এর সর্বশেষ সংস্করণ আইওএস ১০ থাকছে। ৩২, ১২৮ ও ২৫৬ গিগাবাইট সংস্করণে উভয় মডেলের আইফোনের দাম শুরুতে ৬৪৯ ডলার ধরা হচ্ছে। বুধবার থেকেই প্রি-অর্ডার দেয়া যাচ্ছে। আসছে ১৬ সেপ্টেম্বর থেকে এগুলো বাজারে পাওয়া যাবে।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh