• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

অনলাইন ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে পরিবহন। যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। দেশের বিভিন্ন স্থানে সময় মত পৌঁছাতে পারছে না কোরবানির পশুবোঝাই ট্রাক।

এ হচ্ছে বৃহস্পতিবার সকালের মহাসড়কের চিত্র।

পুলিশ জানায়, বিভিন্ন জায়গায় যানবাহন বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে।

গেল রাত রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের হাইপ্রেসার সিএনজির কাছে ঢাকাগামী একটি লরির সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষ হয়। এতে দু’টি পরিবহন বিকল হয়ে পড়ে। ফলে যানজট বাধে। পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি সরিয়ে নেয়। এরপর আবার যান চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আবার বাড়তে থাকে। মহাসড়কের শুভুল্যা এলাকায় দু’টি ও মির্জাপুরে একটি ট্রাক বিকল হওয়াতে যানবাহন চলাচলে বিঘঘ্ন ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, চালকরা যদি নিয়ম মেনে যানবাহন চালান তাহলে যানজট লাগার কথা নয়। এ ছাড়া মহাসড়কে বিভিন্ন স্থানে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা দেরি হয়। এতে যানজট হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh