• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, শিডিউল বিপর্যয়

আরটিভি অনলাইন রিপোর্ট, কমলাপুর

  ৩০ আগস্ট ২০১৭, ১২:৪৮

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করছেন ঘরমুখী মানুষ। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে অনেক যাত্রী বিপাকে পড়েছেন। প্ল্যাটফর্মে মালপত্র নিয়ে ট্রেনের জন্য অপেক্ষায় দেখা যায় বহু পরিবারকে।

বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ের ২০ মিনিট থেকে ১ ঘণ্টা দেরিতে ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও সেটি শেষ খবর পাওয়া পর্যন্ত প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি। টিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল আটটায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি এখনো ঢাকা এসে পৌঁছায়নি। ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ১০টা ১০ মিনিট।

রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ার কথা রয়েছে।

এ ছাড়া সকালের আরো কয়েকটি ট্রেন, আখাউড়াগামী তিতাস কমিউটার, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ের কারণে ১ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়তে পারে।

চট্টগ্রামের যাত্রী আমির পারভেজ জানান, স্টেশনে এসে শুনেছি ট্রেন ছাড়তে দেরি হবে। ভয়ে আছি ট্রেন ছাড়ার বিষয়ে নিয়ে।

রংপুরের যাত্রী কামাল আহম্মেদ জানান, রেল স্টেশনে মানুষের এতো ভিড় যে এখানে দাঁড়ানোর উপায় নেই। তার মধ্যে ট্রেন ছাড়তে দেরি হবে। সব মিলিয়ে খুব কষ্টে আছি।

দিনাজপুরের হিলির যাত্রী সাত্তার বলেন, ভোর থেকে ল্যাগেজ নিয়ে স্টেশনে রয়েছি। রংপুর এক্সপ্রেস ট্রেনটি কখন ছাড়বে কিছুই বুঝতে পারছি না।

তবে কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, দু-একটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। বাকি সব ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে ছেড়ে গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
মিউজিক ভিডিওর মডেল হলেন ধীমন বড়ুয়া
সালমানের জন্য অঝোরে কাঁদলেন রাখি সাওয়ান্ত (ভিডিও)
X
Fresh