• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জ্বর থাকায় মুক্তামনির হাতে আংশিক অস্ত্রোপচার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৭, ১১:০৮

শরীরে জ্বর থাকায় সাতক্ষীরার কিশোরী মুক্তামনির হাতে আংশিক অস্ত্রোপচার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার হাতে দ্বিতীয় দফা এই অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। প্রায় ৪০ মিনিট ধরে তারা এই অস্ত্রোপচার করেন।

এর আগে বেলা সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের অপারেশন থিয়েটারে তার অপারেশন শুরু করেন চিকিৎসকরা। আর বেলা সোয়া ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন শেষে ১০টার দিকে মুক্তমনিকে আইসিইউতে নেয়া হয়।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, সকালে মুক্তামনির শারীরিক অবস্থা মোটামুটি ভালো ছিল। অপারেশন থিয়েটারে নেয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রচণ্ড জ্বর আসায় অপারেশন ২০/২৫ শতাংশ সম্পন্ন হলে আমরা অপারেশন বন্ধ করে দেই।

গলো ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এরই মধ্যে মুক্তামনির একটি অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন চিকিৎসকরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
অস্ত্রোপচারে বের হলো পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া
যুবকের পেটে ১২ ইঞ্চি জীবন্ত মাছ, হতবাক চিকিৎসকরা
কোটি টাকার অস্ত্রোপচার বিনামূল্যে
X
Fresh