• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারায়ণগঞ্জে সাত খুন মামলা : হাইকোর্টের রায় মঙ্গলবার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৭, ১৩:৫৮

বহুল আলোচিত চাঞ্চল্যকর নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়মিত ও জেল আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর রায় আগামীকাল (মঙ্গলবার,২২ আগস্ট) ঘোষণা করা হবে।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

মামলার শুনানি শেষে গেলো ২৬ জুলাই রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ঠিক করে আদেশ দিয়েছিলেন আদালত। ওইদিন আদালত রায় ঘোষণার তারিখ পিছিয়ে ২২ আগস্ট ঠিক করে আদেশ দেন।

আপিলে আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মো. আহসান উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।