• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সম্পত্তির পাঁচ শতাংশ দান করলেন বিল গেটস

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ আগস্ট ২০১৭, ১৫:৩২

নিজ সম্পত্তির পাঁচ শতাংশ দান করে দিয়েছেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস।

সোমবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন (এসইসি)-এর প্রকাশ করা তথ্যে জানা যায়, ৪৬০ কোটি ডলার দান করেছেন গেটস। চলতি বছর ৬ জুন গেটস মাইক্রোসফটে থাকা তার ৬৪ মিলিয়ন শেয়ার দান করে দেন। এটি ২০০০ সালের পর গেটস-এর করা সবচেয়ে বড় দান বলে জানানো হয়েছে মার্কিন সাময়িকী ফরচুন-এর প্রতিবেদনে।

২০০০ সালে গেটস তার নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন-এ পাঁচশ’ কোটি ডলার মূল্যের শেয়ার দান করেছিলেন।

গেটস-এর এই দানের গ্রাহক কে তা নির্দিষ্ট করে জানায়নি এসইসি। তবে, এই অর্থও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেই যাবে বলে ধারণা করা হচ্ছে। আর যদি তাই হয়, তবে এই দাতব্য প্রতিষ্ঠানে গেটস-এর দান করা মোট অর্থের পরিমাণ হবে ১৮০০ কোটি ডলার।

মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে’র চেয়ারম্যান ও ধনকুবের ওয়ারেন বাফেট আর গেটস মিলে ‘গিভিং প্লেজ’ নামের একটি প্রকল্প চালু করেছেন আরো আগেই। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ধনী ব্যক্তিদের জনহিতৈষীমূলক কাজে দান করতে উৎসাহিত করা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh