• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিডনিতে সঙ্গীসহ বাংলাদেশি নারীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৬

অস্ট্রেলিয়ার সিডনিতে সঙ্গীসহ বাংলাদেশি নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।স্মিথফেল্ডের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এসময় তাদের তিন বছরের মেয়েকে পাওয়া গেছে ঘুমন্ত অবস্থায়।

সিডনির মর্নিং হেরাল্ড পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

উদ্ধারকৃতরা হল বাংলাদেশি তরুণী তাসমিন বাহার (৩৫) এবং তার সঙ্গী ডেভ পিল্লাই (৪০)।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনাকে হত্যার পরে আত্মহত্যা বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।

প্রতিবেদনে আরো বলা হয়, ছয় বছর একসঙ্গে থাকার পর কিছুদিন আগে তাসমিন বাহারের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার সঙ্গী ডেভ পিল্লাইয়ের। এরপর থেকে মেয়েকে নিয়ে আলাদা থাকতেন তাসমিন।

কিন্তু বাবা দিবসে মেয়েকে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে স্মিথফেল্ডের বাড়িতে এসেছিলেন তিনি। রোববার দুপুরে বাড়ির বাথরুমে দুজনের লাশ পাওয়া যায়।

তাসমিনের মৃত্যুর খবর পেয়ে তার বোন শারজিন বাহার সিডনির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বোনের মেয়েকে নিজের কাছে রাখতে চান বলে অস্ট্রেলীয় পত্রিকাটিকে জানিয়েছেন তিনি।

শারজিন সিডনি মর্নিং হেরাল্ডকে আরো জানান, পিল্লাই মারধরের হুমকি দেয়ায় মেয়েকে নিয়ে চলে যাবার সিদ্ধান্ত নেন তাসমিন। বিষয়টি তিনি পুলিশকেও জানিয়ে রেখেছিলেন।

তাসনিমের পরিবারের তথ্য অনুসারে, ২০০৯ সালে অস্ট্রেলিয়ায় যাবার পর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেন তিনি।

সিডনির পুলিশ বলছে, এ ঘটনায় তারা অন্য কাউকে সন্দেহ করছে না। কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh