• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিএসএমএমইউ’র ১১০ চিকিৎসক নিয়োগে আপিলের অনুমতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৪

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ১১০ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিলেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আদালত লিভ মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালতে চিকিৎসকদের পক্ষে ছিলেন জেষ্ঠ্য আইনজীবী ড. কামাল হোসেন, রোকন উদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

চার সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে চিকিৎসকদের নির্দেশ দেয়া হয়েছে। ২০০৫ সালের ১৮ অক্টোবর, চিকিৎসক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। পরে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত ওই চিকিৎসকদের নিয়োগ দেয়া হয়। আইন লঙ্ঘন করে এসব নিয়োগ দেয়া হয় বলে অভিযোগ করে হাইকোর্টে রিট করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান।


এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh