• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘মীর কাসেম স্বাভাবিক’

অনলাইন ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৬

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী স্বাভাবিক রয়েছেন জানালেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন। বলেন, উনি (মীর কাসেম আলী) মৃত্যুকে ভয় পান না। তাঁর মৃত্যু হবে শহীদের মৃত্যু।

শনিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করার পরে তিনি এসব কথা বলেন।

কাসেমপত্নী বলেন, মীর কাসেম শেষ মুহূর্তের ইচ্ছা অনুযায়ী ছেলে মীর আহমেদ বিন কাসেমকে কাছে না পাওয়ায় দুঃখ পেয়েছেন। তবে তাঁর নিখোঁজ ছেলে একদিন ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খন্দকার আয়েশা বলেন, যারা মিথ্যা মামলা দিয়ে মীর কাসেম আলীকে মৃত্যুর মুখোমুখি করেছেন তারা কখনো জয়ী হবে না।তিনি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন। এ দেশে একদিন ইসলামের জয় হবেই।

এর আগে শনিবার বিকেলে পরিবারের ৪৫ জন সদস্য কারাগারের মীর কাসেমের সঙ্গে দেখা করতে যান। তবে দেখা করার অনুমতি পান পরিবারের ৩৮ সদস্য।

স্ত্রী খন্দকার আয়েশা খাতুন ছাড়াও মীর কাসেমের সঙ্গে দেখা করেন দুই মেয়ে তাহেরা তাসমিন, ফাহমিনা আক্তার, দুই ছেলের বৌ শাহেদা ফাহমিদা, সুমাইয়া রাবেয়া, নাতি-নাতনিসহ অন্যরা।

প্রায় তিন ঘণ্টা কারাগারের ভেতরে অবস্থানের পর সন্ধ্যা সাড়ে ৬টার পরে কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়ে আসেন তারা।

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোন সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। রায় কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশও এরইমেধ্য কারাগারে পৌঁছেছে। শনিবার রাতে ফাঁসি কার্যকরের কথা শোনা গেলেও এখনও এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh