• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশি হত্যায় মার্কিন নাগরিকের ৬০ বছরের কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুলাই ২০১৭, ১৪:২৩

বাংলাদেশি হত্যার দায়ে ৬০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে শোটা মেকোশভিল নামে এক মার্কিন নাগরিককে।

মঙ্গলবার আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যের স্ট্যামফোর্ড সুপরিয়র আদালত ট্যাক্সি চালক মোহাম্মদ কামালকে হত্যার দায়ে এ রায় দেন। এদিন ন্যায়বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে হাজির হয়েছিলেন মার্কিন প্রবাসী বাংলাদেশিরা।

২০১৪ সালের ২৭ আগস্ট বুধবার ভোরে মোহাম্মদ কামালকে ১২৭ বার ছুরিকাঘাত করেন মেকোশভিল। ঘটনার ১৩ ঘণ্টা পর খুনি শোটা মেকোসভিলিকে (২৯) গ্রেপ্তার করেন পুলিশ।

গ্রেপ্তারের পর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে খুনের সঙ্গে জড়িত থাকার কিছু আলামত উদ্ধার করে। মেকোসভিলির কাছ থেকে রক্তমাখা ডলার উদ্ধারের পর কামাল হত্যার সঙ্গে তার জড়িত থাকার ব্যাপারে পুলিশ নিশ্চিত হন। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।

স্ট্যামফোর্ড পুলিশ জানায়, ট্যাক্সি চুরির উদ্দেশ্য ছিল মেকোশভিলের। কামাল বাধা দেয়াতে খুন হতে হয় তাকে।

পুলিশ আরো জানায়, কামালকে হত্যা করার পর একটি সুপার শপেও চুরির চেষ্টা করে মেকশোভিল। কিন্তু পরে পুলিশের ভয়ে পালিয়ে যায় সে।

শুক্রবার আদালতের সামনে ন্যায় বিচারের দাবিতে জড়ো হন ১৬০ জন প্রবাসী বাংলাদেশি। তাদের কেউ কামালের আত্মীয়, কেউবা বন্ধু।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh