• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাহাজ থেকে পণ্য খালাসের সময় ২ শ্রমিকের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৫ জুলাই ২০১৭, ১৩:০১

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসের সময় পড়ে গিয়ে দু’শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে বন্দরের আট নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. আতিক ও মো. সোহেল। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম আরটিভি অনলাইনকে জানান, বন্দরের আট নম্বর জেটিতে রাখা ‘এমভি লতিকা নারী’ নামের থাইল্যান্ডের পতাকাবাহী ওই বাল্ক ক্যারিয়ার থেকে গাছের গুঁড়ি নামানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ধাক্কা লেগে আতিক ও সোহেল জাহাজের হেজের (খোলে পণ্য রাখার স্থান) গভীরে পড়ে যান। পরে জাহাজের ক্রু ও অন্য শ্রমিকরা তাদের মরদেহ উদ্ধার করেন।

বন্দর থানার এসআই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ঘরের ছেলেরা নিরাপদে ঘরে ফিরুক
জিম্মিদশার ৩১ দিনের লোমহর্ষক বর্ণনা দিলেন জাহাজের ক্যাপ্টেন
মুক্ত দুই নাবিক ফিরবেন বিমানে, বাকিরা জাহাজে  
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
X
Fresh