• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে রাজধানীবাসী (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২৫ জুলাই ২০১৭, ১০:৫১

টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। ড্রেনেজ ব্যবস্থা ভাল না হওয়ায় বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে পানি। আর নিম্নমানের উপাদান দিয়ে তৈরি হওয়ায় রাস্তাগুলো টিকছে না বেশি দিন।

এ অবস্থায় শিক্ষার্থী, অভিভাবক ও কর্মস্থলে গমনকারীরা পড়ছেন বিপাকে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও দেখার যেনো কেউ নেই।

এর একটি রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত ধানমন্ডি ১৫ নম্বর থেকে স্টাফ কোয়ার্টার হয়ে শের এ বাংলা সড়কে যাওয়ার রাস্তা। এ রাস্তাটির অবস্থা এতোটাই বেহাল যে, পথচারী, রিকশা ও অন্যান্য যানবাহনের কোনটিই স্বাভাবিকভাবে চলতে পারে না।

শুধু ধানমন্ডি নয়, ট্যানারি মোড়, মালিবাগ-মৌচাকসহ বিভিন্ন এলাকার চিত্রও প্রায় একই রকম। রাস্তার এ বেহাল দশাই বলে দিচ্ছে জনদুর্ভোগ কতটা।

পথচারী ও যাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কাজের কাজ হচ্ছে না কিছুতেই।

এদিকে দোকানিরা বলছেন, সামান্য পানিতেই ডুবে যায় রাস্তা, এতে করে ক্রেতা আসতে না পারায় দোকানে বিক্রিও হয় কম।

তবে এ ভোগান্তি থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী ভুক্তভোগীদের।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে বুধবারও বৃষ্টি চলবে বলে। ২৭ জুলাই থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে।

দেশের তিনটি সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা ও পায়রা এবং কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh