• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঝুঁকিপূর্ণ জেনেও পাহাড়ে বসবাস (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৭, ১৩:৫৬


বর্ষা মৌসুমে চট্টগ্রামে মূর্তিমান আতঙ্কের নাম পাহাড়ধস। একের পর এক পাহাড়ধসের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শতাধিক পরিবার। আর এভাবেই প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ধসে বাড়ছে প্রাণহানির সংখ্যা।

গেলো শুক্রবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় ৩ শিশুসহ নিহত হন ৫ জন। এরপরও সেখানে বসবাস করছে আরো অন্তত একশ’ পরিবার।

এ বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম জানান, পাহাড় কেটে বাড়িঘর তৈরি করা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। দরিদ্র মানুষেরা যাতে পাহাড় কেটে বাড়িঘর তৈরি না করে এজন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

দরিদ্র মানুষদের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসের দিকে ঠেলে দেয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চঝুঁকিপূর্ণ রুট পার হচ্ছে এমভি আবদুল্লাহ, পাহারায় ইইউ’র যুদ্ধজাহাজ
পাহাড়কে অশান্ত করা সরকারের নতুন নাটক : মঈন খান
‘দেশের পাহাড়ি এলাকায় নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার’
পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা : কাদের
X
Fresh