• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নূর হোসেন নাটের গুরু, ফাঁসি না হবার কারণ নেই : অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৭, ১৯:৫৫

নারায়ণঞ্জের আলোচিত ৭ খুন মামলায় নূর হোসেন নাটের গুরু। তার ফাঁসি না হবার কোনো কারণ নেই। বললেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার হাইকোর্টে আলোচিত এই মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানিতে এসব কথা বলেন তিনি।

মাহবুবে আলম বলেন, কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে হত্যা ছিল পূর্বপরিকল্পিত। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, ৭ খুন মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। তাই নাটের গুরু নূর হোসেনসহ সবার শাস্তি নিশ্চিত হতে হবে।

এর আগে রোববার বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এসময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিম্ন আদালতের রায় বহাল রাখার আর্জি জানান।

আদালত রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে পরবর্তী শুনানির জন্য সোমবার ঠিক করেন।

গেলো ২২ মে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সাত খুন মামলায় প্রধান আসামি নূর হোসেনসহ আসামিদের নিয়মিত ও জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

৩০ ও ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন, তারেক সাঈদসহ আসামিরা খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন।

এর আগে গেলো ১৬ জানুয়ারি সাবেক কাউন্সিলর নূর হোসেন, সাবেক র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। বাকি ৯ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

এইচটি/এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh