• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুলাই ২০১৭, ১৬:২৪

রাজধানীর নিউ মার্কেট এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা কলেজ, ইডেন কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। ৭ দফা দাবিতে এ অবরোধ করেছিলেন তারা।

শনিবার বেলা ১১টা থেকে তারা নিউ মার্কেট ও নীলক্ষেতে সড়ক অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন। দুপুর ১টার পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। বিকেল ৪টায় একই ঘটনার প্রতিবাদে ও সাত দফা দাবি বাস্তবায়নে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টা থেকে তারা নিউ মার্কেট ক্রসিং ও নীলক্ষেতে সড়ক অবরোধ করেন। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

নিউ মার্কেট থানার ওসি মো. আতিকুর রহমান জানান, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল। তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে সড়ক খুলে দেয়ার হয়েছে।

গেলো বৃহস্পতিবার পরীক্ষার রুটিনসহ সাত দফা দাবিতে শাহবাগে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

সেসময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে ওই দিন রাতে পুলিশের দায়িত্বে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ১২শ' শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh