• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইফোন ৮ এর ডিজাইন প্রকাশ করল অ্যাপল

অনলাইন ডেস্ক
  ২১ জুলাই ২০১৭, ১৭:৩৬

অবশেষে জনসমক্ষে এলো নতুন আইফোনের ডিজাইন। আইফোন ৮-এর নকশা নিয়ে বহু দিন ধরেই গ্রাহকদের উত্তেজনা ছিল তুঙ্গে। এ বছরই আইফোনের ১০ বছরের জন্মদিন পালন করছে অ্যাপেল। এক দশক পূর্তি উপলক্ষে অবশেষে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত হল আইফোন ৮-এর ডিজাইন।

আর আইফোনের নতুন এ নকশা দেখে উচ্ছ্বসিত অ্যাপলপ্রেমীরা। অন্য আইফোনগুলোর থেকে এর ডিজাইন অনেকটাই অন্যরকম। এর নতুনত্বই নজর কেড়েছে গ্রাহকদের।

তবে নতুন এই মডেলে ‘বেজেল’সম্পূর্ণ বাদ দিয়েছে অ্যাপল।

জানা গেছে, ৫ দশমিক ৮ ইঞ্চি ‘স্ক্রিন টু বডি’ডিসপ্লে থাকবে নতুন এই ফোনে। সঙ্গে থাকবে উচ্চমানের ফ্রন্ট ক্যামেরা এবং সেন্সরও। আইফোন ৮ এর মডেলে ‘হরিজেন্টাল’নয়, ‘ভার্টিক্যাল’ভাবে বসানো হয়েছে ডুয়েল ব্যাক ক্যামেরা। থাকছে লাইটনিং পোর্টও।

সম্ভবত নতুন এই মডেলে থাকবে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর আগে আইফোনের যত মোবাইল ফোনসেট বাজারজাত করা হয়েছে তার সঙ্গে আরো অনেক ফিচার যুক্ত হবে নতুন এই মডেলটিতে।

তবে সিকিউরিটির বিষয়ে জোরালোভাবে দেখছে মোবাইলটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

গ্রাহকদের চাহিদা মেটাতে তারা চার্জিং পোর্টেও পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh