• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সময় টিভির ‘টক শো’র ফুটেজ চেয়েছে আদালত

অনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট ২০১৬, ১৩:১৪

সময় টেলিভিশনে মঙ্গলবার সম্প্রচারিত ‘টক শো’র অডিও, ভিডিও এবং ট্রান্সক্রিপ্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রযোজককে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তরে এসব জমা দিতে বলা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রাত ১০টায় সম্প্রচারিত ‘সম্পাদকীয়’ নামের টক শো অনুষ্ঠানের বিষয় ছিল ‘যুদ্ধাপরাধের বিচার এবং “কাঠগড়ায়” প্রসিকিউশন’।

এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল, আদালত ও মীর কাসেম আলীর রায় নিয়ে টক শোতে যেসব আলোচনা হয়েছে তা আদালত অবমাননাকর কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।

মঙ্গলবার এ টক শোর অতিথি ছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশগুপ্ত। সঞ্চালনায় ছিলেন আহমেদ জোবায়ের।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh