• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আল্লাহর রহমত র‌্যাব : এমপি লতিফ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৫ জুলাই ২০১৭, ২৩:৪৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবকে বাংলাদেশের জন্য ‘আল্লাহর রহমত’ বলে উল্লেখ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রাম (বন্দর-পতেঙ্গা) এলাকার এমপি এমএ লতিফ।

শনিবার পতেঙ্গায় র‌্যাব-৭ এর সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এমএ লতিফ বলেন, র‌্যাব সন্ত্রাসীর জন্য আতঙ্কের নাম। সাধারণ মানুষের জন্য স্বস্তির নাম। আমি র‌্যাবকে এভাবে এব্রিভিয়েট করি- ‘আর’ অর্থ রহমত, ‘এ’ অর্থ আল্লাহ, ‘বি’ ফর বাংলাদেশ- রহমত অব আল্লাহ ফর বাংলাদেশ, আরএবি (র‌্যাব)।

তিনি বলেন, আইনের ফাঁক-ফোকর দিয়ে অনেক অপরাধী বেরিয়ে আসে। তাদের নিয়ন্ত্রণে সরকারের কোনো সুযোগ থাকে না। একারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে এসমস্ত গুরুতর অপরাধীকে ‘হান্ট ডাউন’ করার মধ্য দিয়ে তাদের মনে ভীতির জন্ম দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সাধারণ মানুষের জন্য স্বস্তিময় করতে হয়।

তিনি আরো বলেন, পুলিশ বা র‌্যাব যখন ওই নরপশুগুলোকে ‘হান্ট ডাউন’ করে তখন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী টেলিভিশনের টক শো তে বসে সমালোচনা করতে থাকে- বিনা বিচারে হত্যা করা হচ্ছে। আসলে বিনা বিচারে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে না। বিনা বিচারে যাদের হত্যা করছে, তারা মানুষরূপী পশু। একেকজন অপরাধীর নামে একাধিক মামলা থাকে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
‘বর্ষবরণ ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব’
ঈদের জামাত ঘিরে নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব ডিজি
X
Fresh