• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইলিয়াস আলীর স্ত্রীর বিদেশ যেতে বাধা নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুলাই ২০১৭, ১৬:৪১

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনার বিদেশ যাত্রার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

রোববার বিমানবন্দর ইমিগ্রেশনে বাধার কারণে লন্ডন যেতে পারেননি তাহসিনা রুশদী লুনা।

এ ঘটনায় সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়। পরে শুনানি শেষে আদালত এ রায় দেন।

আদালতে তাহসিনা রুশদী লুনার পক্ষে শুনানি করেন আইনজীবী সগির হোসেন লিয়ন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

তাহসিনা রুশদী লুনা জানান, বড় ছেলে আবরার ইলিয়াসের স্নাতক সমাপনীর অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যাবার জন্য রোববার সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশনে তাকে দেড় ঘণ্টা বসিয়ে রাখা হয়। পরে বলা হয়, আপনি যেতে পারবেন না। আপনার ছেলে-মেয়েরা যেতে পারবে। এ পরিস্থিতিতে মেয়ে সাইয়ারা নাওয়াল ও ছেলে লাবিব সারারকে নিয়ে বাসায় ফিরে আসি।

লুনার বড় ছেলে আবরার ইলিয়াস এবার ব্রিস্টলের ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে স্নাতক শেষ করেছেন। অভিভাবক হিসেবে আগামী সপ্তাহে ওই অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাজ্যে যাচ্ছিলেন তিনি।

সিলেটের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, সরকার তাকে গুম করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।

ইলিয়াস আলী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ড্রেসকোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে এম ইনায়েতুর রহিম
X
Fresh