• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মওদুদের বাড়ি ভাঙতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৭, ১৬:২৩

ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি ভাঙার বিষয়ে আইনি কোন বাধা নেই। আপিল বিভাগ স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই সম্পত্তি দখল করার জন্য জালিয়াতির আশ্রয় নিয়ে জাল কাগজপত্র তৈরি করা হয়েছে। বললেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট মাহবুবে আলম।

রোববার সকালে রাজউক গুলশান এভিনিউয়ে মওদুদ আহমদের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের বাড়ি ভাঙা শুরু করার পর দুপুরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, উচ্ছেদ হবার পর ব্যারিস্টার মওদুদ আহমদ কিছু মামলা করেছেন। এই মামলার করণে সম্পত্তি ভেঙে ফেলতে কোনো বাধা নিষেধ নেই।

১৯৭২ সাল থেকে গুলশানের বাড়িটিতে বসবাস করে আসছিলেন মওদুদ আহমদ। প্রথমে ছিলেন ভাড়াটিয়া। পরে ভাইয়ের নামে জাল কাগজপত্র তৈরি করে তিনি বাড়িটির মালিকানা দাবি করেন বলে আদালতের আদেশে উঠে আসে।

এভাবে দীর্ঘ ৪৫ বছর তিনি কূটনৈতিক এলাকার বৃহৎ আয়তনের বিলাসবহুল বাড়িটি নিজের দখলে রাখেন।

ওই বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় সর্বোচ্চ আদালতের রায় মওদুদের বিপক্ষে গেলে রাজউক গেলো ৭ জুন ওই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh