• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘অদক্ষদের প্রসিকিউশন থেকে সরে যাওয়া উচিত’

অনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট ২০১৬, ১৬:০৯

মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলায় যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ প্রসিকিউটদের ব্যবস্থা না নেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ। জানতে চেয়েছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে।

রোববার দুপুরে মীর কাসেমের রায় পুনর্বিবেচনার শুনানি শেষে এসব কথা জানান এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, মামলা পরিচালনায় অদক্ষতার কারণে তাদের প্রসিকিউশন থেকে সরে যাওয়া উচিৎ বলেও অভিমত দিয়েছেন সর্বোচ্চ আদালত।

মাহবুবে আলম বলেন, 'আমি আদালতে এই উদ্বেগের বিষয়টি আইনমন্ত্রীকে অবহিত করব।'

তিনি বলেন, ‘মীর কাসেম আলীর রিভিউ শুনানির শুরুতেই প্রধান বিচারপতি আমাকে বলেন, মামলাটি পরিচালনায় প্রসিকিউটরদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করতে রায়ে বলার পরেও তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি?’

এ্যাটর্নি জেনারেল বলেন, 'ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের অদক্ষতার কারণেই মীর কাসেম আলীর মতো একজন যুদ্ধাপরাধী ১২ নম্বর অভিযোগ থেকে খালাস পেয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক।'

গেল ২৪ ফেব্রুয়ারি মীর কাসেমের আপিল শুনানির শেষদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মামলা পরিচালনায় অযোগ্যতা, অদক্ষতা ও দুর্বলতার জন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘মামলাটিতে একেবারে দায়সারাভাবে কাজ করেছে প্রসিকিউশন। অন্য মামলায় সিরিজ অব ডকুমেন্ট থাকত। ৭০-৮০টি করে পেপার কাটিং থাকত, যা এ মামলায় অনেকটাই অনুপস্থিত। এটা খুবই দুঃখজনক।’

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh