• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের পেছাল সাকার রায় ফাঁসের রায়

অনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট ২০১৬, ১৫:০৯

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায়ের খসড়া ফাঁস ঘটনায় করা মামলার রায় ফের পেছাল। আসছে ১৫ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করেছেন আদালত।

রোববার মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে রায় ঘোষণার জন্য ১৪ আগস্ট ঠিক করা হয়েছিল।

মামলায় সাকা চৌধুরীর স্ত্রী-ছেলেসহ সাতজন আসামি। এদের মধ্যে সাকার আইনজীবী ফখরুল ইসলামসহ চারজন কারাগারে। ফখরুলের সহকারি মেহেদী হাসান পলাতক। জামিনে আছেন সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। ছেলে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গেল বছরের নভেম্বরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদেরের রায় কার্যকর করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় দেন ২০১৩ সালের ১ অক্টোবর। ওইদিন সকালেই তার স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের ‘খসড়া কপি সংবাদকর্মীদের দেখান। আদালতের রায় নিয়ে কটাক্ষও করেন।

পরদিনই ট্রাইব্যুনালের তৎকালীন নিবন্ধক (রেজিস্ট্রার) এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন। পরে ৪ অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান শাহবাগ থানায় মামলা করেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh