• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পণ্যবাহী ট্রাক বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কম

অনলাইন ডেস্ক
  ২৩ জুন ২০১৭, ১২:৩৯

পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহন পারাপারের পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে ছোট গাড়ির কিছুটা চাপ থাকলেও ঘাট এলাকায় দেখা যায়নি বড় ধরনের কোন যানবাহন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিছুটা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরের দিকে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহনের চাপ কিছুটা থাকলেও বিকেলের পর থেকে ঘাটে তেমন কোন যানবাহন ছিল না।

এছাড়া যানজট মুক্ত রাখতে ও যানবাহন পারাপার স্বাভাবিক করতে নৌ মন্ত্রণালয়ের নির্দেশে এ রুটে আজ সকাল থেকে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক পারাপার। এই নির্দেশ অব্যাহত থাকবে ঈদের তিনদিন পর পর্যন্ত।

বিআইডব্লিউটিসি অফিস জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে মোট ১৭টি ফেরি দিয়ে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে। এরমধ্যে রয়েছে ৮টি রো-রো, ৩টি কে-টাইপ ও ৬টি ইউটিলিটি ফেরি।

আজ বিকেলের মধ্যে আরো একটি রো-রো ফেরি এই বহরে যুক্ত হবে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, আরিচা ও পাটুরিয়া ঘাট এবং ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা দিতে র‌্যাব, আনসারসহ ৬শতাধিক পুলিশ কাজ করছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh