• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মীর কাসেমের রিভিউর রায় ৩০ আগস্ট

অনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট ২০১৬, ১২:৫২

ফাঁসির রায়ের পুনর্বিবেচনা (রিভিউ ) চেয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত রায় দেয়া হবে ৩০ আগস্ট।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষে এ দিন ঠিক করেন।

শুনানিতে মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন একটি অভিযোগের ওপর বক্তব্য দেবেন, যে অভিযোগে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর মধ্য দিয়েই শেষ হয় জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলার রিভিউ শুনানি।

এর আগে গেল বুধবার প্রথম দিনের শুনানি হয়। এর পর আজ রোববার দ্বিতীয় দিনের শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হল।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গেল ৬ জুন প্রকাশিত হয়। এর পর তা পুনর্বিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh