• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফিসিংগারের জন্মদিনে গুগলের ডুডল (ভিডিও)

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০১৭, ১৪:৪৩

বিখ্যাত জার্মান-আমেরিকান অ্যানিম্যান্ট অস্কার উইলহেল্ম ফিসিংগারের জন্মদিনে সম্মান জানিয়ে গুগল তৈরি করেছে বিশেষ ডুডল।

আর এই ডুডলে রাখা হয়েছে চমৎকার মিউজিক্যাল অ্যানিমেশন। ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেই মিউজিক তৈরি করতে পারবেন।

১৯০০ সালের ২২ জুন জার্মানির গ্লেনহাউসেনে জন্ম নেন তিনি। কম্পিউটার গ্রাফিক্স ও মিউজিক্যাল অ্যানিমেশনের বর্তমান রূপ তার হাতেই এসেছে।

ফিসিংগারে একাধারে অ্যানিম্যান্ট, মিউজিশিয়ান, চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী।

১৯২৯ সালে বিখ্যাত নির্মাতা ফ্রেটজ ল্যাংয়ের ‘ওম্যান ইন দ্য মুন’সায়েন্স ফিকশনে স্পেশাল ইফেক্টের কাজ করে আলোচনায় আসেন।

তিনি প্রায় ৫০টি শর্টফিল্ম তৈরি করেন এবং প্রায় ৮০০ ছবি এঁকেছেন। এর মধ্যে অনেক ছবি বিশ্বের বিভিন্ন সনামধন্য জাদুঘরে স্থান পেয়েছে।

১৯৩৬ সালে আমেরিকার হলিউডে পাড়ি দেবার পর তিনি বেশ কয়েকটি সিনেমা তৈরি করেন।

এর মধ্যে অ্যান অপটিক্যাল পয়েম (১৯৩৭), অর্গানিক ফার্গনেট (১৯৪১) উল্লেখযোগ্য।

১৯৪৭ সালে ‘মোশন পেইন্টিং নম্বর ওয়ান’সিনেমাটি আমেরকিার লাইব্রেরি কনফারেন্সের জাতীয় চলচ্চিত্র রেজিস্টারে তালিকাভুক্ত।

১৯৬৭ সালের ৩১ জানুয়ারি লসআঞ্জেলসের ক্যালিফর্নিয়ায় তিনি মৃত্যুবরণ করেন।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh