• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আবগারি শুল্ক প্রত্যাহারে আইনি নোটিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুন ২০১৭, ১৬:৩১

প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতে বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার এবং এ সংক্রান্ত আইন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।

মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান তিনি।

নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও অর্থ সচিব বরাবর এ নোটিশ পাঠান ইউনূছ আলী আকন্দ।

এতে বলা হয়, ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক বেআইনিভাবে ২০০৪ এবং ২০১০ সালের অর্থ আইনে করা হয়েছে। অথচ ১৯৪৪ সালের এক্সাইজ অ্যান্ড সল্ট আইন অনুসারে ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্কের কথা বলা নেই।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এক লাখ টাকার বেশি ব্যাংক আমানতের জন্য আবগারি শুল্ক ৫শ’ টাকা থেকে বাড়িয়ে ৮শ’ টাকা করা হয়েছে।

এদিকে, ব্যাংক আমানতে বর্ধিত আবগারি শুল্কের সমালোচনা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটও। তারা এটি প্রত্যাহারের দাবি জানিয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh