• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জামিনে মুক্ত হলেন ছাত্র ইউনিয়ন নেত্রী চায়না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুন ২০১৭, ২০:০৯

জামিনে মুক্তি পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন নেত্রী চায়না পাটোয়ারী।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ কাউছার তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

পরে রাঙামাটি জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

গেলো ২ জুন ফেসবুকে 'আপত্তিকর স্ট্যাটাস' দেবার অভিযোগে রাঙামাটির ছাত্রলীগকর্মী এহসান উদ্দিন ঋতুর করা মামলায় চায়নাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঋতু চম্পকনগর এলাকার রুহুল আমিনের ছেলে।

পরে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায় চায়নাকে।

ঘটনার প্রতিবাদে ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল সংগঠনগুলো সপ্তাহজুড়ে দেশব্যাপী বিক্ষোভও করে।

চায়না পাটোয়ারী ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বর্তমানে সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ শাখার সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh