• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গণপরিবহনে বোনাসের নামে হয়রানি

অনলাইন ডেস্ক
  ০৯ জুলাই ২০১৬, ১৪:৫২

ঈদ আসলেই অলিখিত বা অঘোষিতভাবে বেড়ে যায় গণপরিবহনের ভাড়া। কত টাকা ভাড়া বেশি গুণতে হবে এর কোন নিদিষ্ট অংক নেই। অনেক সময় টিকিটও উধাও হয়ে যায়।

অন্যদিকে রাজধানীর গণপরিবহন ও আশপাশের জেলার আন্তঃজেলা বাসগুলোতে চলে আরো নৈরাজ্য। যার কাছ থেকে সেভাবে পারে সেইভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। ঈদের নানা অজুহাতে চলে এ হয়রানি।

ঢাকা থেকে নরসিংদীগামী মেঘালয় পরিহবন রাজধানীর গুলিস্তান থেকে ছেড়ে যায়। ভাড়া ৯০ টাকা। সরকারি ঘোষণা ছাড়াই গত বছর ৮০ টাকার ভাড়া ৯০ টাকা করা হয়। কর্তৃপক্ষের কাছে ভাড়া বাড়ানোর কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।

এবার ঈদের দিন ও ঈদেরে পর দিন মেঘালয় কাউন্টারে গিয়ে দেখা যায় আরও ৩০ টাকা বাড়িয়ে ১২০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। কেন ভাড়া বেশি নেয়া হচ্ছে- এ প্রশ্নে কোন উত্তর পাওয়া যায়নি তাদের কাছে। বলা হচ্ছে মালিক পক্ষ বেশি ভাড়া নেয়ার কথা বলেছেন।

ঠিক একই চিত্র ঢাকা সিটির মধ্যে চলাচল করে এ রকম পরিবহনেও। ১০ টাকা ভাড়া ১৫ থেকে ২০ টাকা আদায় করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh