• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদের রিট, দুপুরে শুনানি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুন ২০১৭, ১১:৪৭

বিনা নোটিশে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ।

বৃহস্পতিবার সকালে তিনি হাইকোর্টর সংশ্লিষ্ট শাখায় রাজউকের উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট আবেদন করেন।

দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে বুধবার বাড়ি ফেরত চেয়ে মামলা করেন এ সাবেক উপ রাষ্ট্রপতি। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন তিনি।

মামলায় এহসান-ইনজি দম্পতির ছেলে করিম ফারনাজ সোলাইমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা জেলার প্রশাসককে বিবাদী করা হয়।

আসছে ১৯ জুলাই সরকার ও রাজউককে জবাব দেয়ার জন্য দিন ঠিক করেন আদালত।

বুধবার আদালতের চুড়ান্ত রায়ের পর গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়িটি নিজেদের দখলে নেয় রাজউক।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh