• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছাত্রীকে শিক্ষকের অনৈতিক প্রস্তাব, বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট, দিনাজপুর

  ০৫ জুন ২০১৭, ২৩:০৪

২ ছাত্রীকে হয়রানী, মানষিক নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুর বারোটার দিকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ইংরেজী বিভাগের শিক্ষক দীপক কুমার সরকারের বহিস্কারসহ শাস্তিমুলক ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে প্রতিবাদ এবং কুশপুত্তলিকা দাহ করে।

গেল বছর সেপ্টম্বরে ইংরেজী বিভাগের লেভেল -৩ এর ছাত্রীরা ইংরেজী শিক্ষক দীপক কুমার সরকার এর বিরুদ্ধে হয়রানী, মানষিক নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার লিখিত অভিযোগ করে।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন ড ফাহিমা খানমকে চেয়ারম্যান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করে।

তদন্তে উক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও দীর্ঘ ৩ মাসে প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh