• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দীপন হত্যা : সিফাত ৬ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
  ২৪ আগস্ট ২০১৬, ১৬:৪২

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার সমন্বয়কারী শামীম ওরফে সিফাতের ছ’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিনের দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে ছ’দিনের মঞ্জুর করা হয়।

এর আগে ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন সিফাত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, হত্যায় জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যদের সার্বিক প্রশিক্ষণ ও পরিচালনার দায়িত্বে ছিলেন সিফাত।

মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি বুধবার সকালে জানা যায়।

লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গেল মে মাসে পুলিশ এবিটির সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে। ওই ছয়জনের মধ্যে সিফাত ছিলেন।

ডিএমপির উপকমিশনার বলেন, শামীমের কয়েকটি সাংগঠনিক নাম আছে। তিনি সিফাত, সামির, ইমরান এসব নামেও পরিচিত। সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ মোর্শেদ বাবু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন তিনি।

পুলিশ বলছে, এবিটির সামরিক শাখার চারজন দায়িত্বশীল ব্যক্তির মধ্যে শামীম একজন। বোমা তৈরিতে তার জ্ঞান রয়েছে।

গেল বছরের ৩১ অক্টোবর দুপুরে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ের ভেতরে দীপনকে হত্যা করে দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh