• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০১৭, ১৪:০৮

শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিল করার সময় আপত্তিকর স্লোগান দেন ইমরান এইচ সরকার।

বুধবার ঢাকা মহানগর হাকিম এফ এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী। এ ঘটনায় দণ্ড বিধি ৫০০ ধারার মানহানির অভিযোগে মামলাটি দায়ের হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে ইমরান এইচ সরকার যে স্লোগানটি দেন সেটি হলো ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’। আর এ স্লোগানে এখানে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা।

এ ঘটনায় শাহবাগে ইমরান সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে ইমরান এইচ সরকারকে দেখা যাবে সেখানে লাঞ্ছিত করা হবে।

২০১৩ সালে শাহবাগে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণের আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন ইমরান এইচ সরকার।

আর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh