• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরাতে চিঠি

অনলাইন ডেস্ক
  ২৩ আগস্ট ২০১৬, ১২:২০

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরাতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

চিঠিতে পুরনো হাইকোর্ট ভবন থেকে ট্রাইব্যুনাল সরিয়ে নিতে বলা হয়। সুপ্রিম কোর্টের স্থান সঙ্কুলান না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ জানান, মঙ্গলবার সকালে আইনমন্ত্রী বরাবর চিঠিটি পাঠানো হয়।

২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের মাজারগেট সংলগ্ন পুরাতন হাইকোর্ট ভবনেই কার্যক্রম চলছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাইব্যুনাল ভবনটিকে অন্য কাজে না ব্যবহার করে জাদুঘর করার আবেদন জানান।

শুরুতে একটি ট্রাইব্যুনাল দিয়ে বিচার শুরু হয়। কাজে গতি আনতে তা বাড়িয়ে দু’টি করা হয়। পরবর্তীতে মামলার সংখ্যা কমে যাওয়ায় ২০১৫ সালে দু’টি ট্রাইব্যুনালকে একত্রিত করা হয়।

এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ২৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রায়ে আসামিদের বেশিরভাগেরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh