• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফাঁসির আসামি না হয়েও ১০ বছর কনডেম সেলে খালিক!

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ২৯ মে ২০১৭, ১৭:২৩

ফাঁসির আসামি না হয়েও ১০ বছরের বেশি সময় ধরে কনডেম সেলে বন্দি রয়েছেন আবদুল খালিক।

উচ্চ আদালতের রায়ের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারের না পৌঁছানোয় তাকে ফাঁসির আসামি হয়েই বন্দি জীবনযাপন করতে হচ্ছে।

২০০০ সালে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী গ্রাম বনগাঁওয়ের আবদুল খালিকের ভাই খুন হলে তিনি মামলা করেন।

আসামিপক্ষ ২০০২ সালে স্থানীয় ইউপি সদস্যের খুনের মামলায় আবদুল খালিককে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা করে।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৫ সালের ২৪ জুলাই খালিকসহ পাঁচজনের ফাঁসির আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়।

২০১০ সালের ফেব্রুয়ারি মাসে উচ্চ আদালত সাজা কমিয়ে ৪ জনকে খালাস এবং প্রধান আসামি খালিককে ১০ বছরের সাজা দেন। কিন্তু গেলো সাত বছরেও এ রায়ের কাগজপত্র পৌঁছায়নি কারাগারে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া বলেন, কিছু দিন ধরে আবদুল খালিক দাবি করছেন যে তিনি ফাঁসির আদেশ থেকে উচ্চ আদালতে খালাস পেয়েছেন। কিন্তু আমরা এখনো কোনো কপি পাইনি।

আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হয়তো ভুলের কারণে রায়টির কাগজপত্র এখনো কারাগারে যায়নি।

ফাঁসির আসামি না হয়েও কনডেম সেলে বন্দি থাকা আবদুল খালিক মুক্তি চান। ৭ বছর ধরে খালিকের এ মানবেতর জীবনযাপনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন তার স্বজনরা।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh