• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকার

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ জুলাই ২০১৬, ০৯:৫৪

স্তন ক্যান্সার। সারাবিশ্বে এখন এটি বড় ধরনের রোগ হিসেবে চিহ্নিত। সারাবিশ্বে প্রতিদিনই বেড়ে চলেছে এর সংখ্যা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অথচ সময়মতো ব্যবস্থা নিলে এ রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। আসুন জেনে নিই স্তন ক্যান্সার কী, এটির লক্ষণ ও উপসর্গ এবং এর চিকিৎসা সর্ম্পকে।

স্তন ক্যান্সার কী : স্তন ক্যান্সার একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। পুরুষ এবং মহিলা উভয়েরই এ রোগ হতে পারে, তবে মহিলাদের মধ্যেই এর প্রবণতা বেশি দেখা যায়। স্তনের কিছু কোষ যখন অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে তখন স্তন ক্যান্সার দেখা দিতে পারে। অধিকাংশ মহিলাদের জন্য এই রোগ আতঙ্কের কারণ।

কারা স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন : অবিবাহিত বা সন্তানহীন মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রকোপ বেশি। একইভাবে যারা সন্তানকে কখনও স্তন্য পান করাননি, তাদের স্তন ক্যান্সার বেশি হয়। ৬০ বছর বয়সের বেশি মহিলাদেরও এ রোগের ঝুঁকি রয়েছে। একটি স্তনে ক্যান্সার হলে অপরটিও আক্রান্ত হতে পারে। মা, বোন অথবা মেয়ের স্তন ক্যান্সার থাকলে, জিনগত (Genes) কারণে, রশ্মির বিচ্ছুরণ থেকে (Radiation Exposure), অস্বাভাবিক মোটা হলে, অল্প বয়সে মাসিক হলে, বেশি বয়সে মেনোপজ হলে (Menopause), বেশি বয়সে প্রথম বাচ্চা নিলে, মহিলারা যারা হরমোন থেরাপী নেন এবং মদ্যপান করলে এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।

স্তন ক্যান্সার হয়েছে কি করে বুঝবেন : সাধারণত ৩০ বছরের আগে এ রোগ কম হয়। স্তন ক্যান্সার হলে সাধারণত0 নিচের লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয়।

১. স্তনে একটি পিন্ডের মত অনুভব হয়

২. স্তনের বোঁটা থেকে রক্ত বের হয়

৩. স্তনের আকার ও আকৃতির পরিবর্তন হয়

৪. স্তনের ত্বকে পরিবর্তন দেখা দেয়, যেমন-টোল পড়া

৫. স্তনের বোঁটা ভিতরের দিকে ঢুকে যায়

৬. স্তনের বোঁটার চামড়া উঠতে থাকে

৭. স্তনের ত্বক লালচে যেমন-কমলার খোসার মতো এবং গর্ত-গর্ত হয়ে যায়

কখন ডাক্তার দেখাবেন : বেশিরভাগ রোগী বুকে চাকা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়। নিচের কারণগুলো দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে।

১. স্তনে নতুন এবং অস্বাভাবিক পিন্ড অনুভব করলে

২. পরবর্তী মাসিক পার হয়ে গেলেও পিন্ড না গেলে

৩. স্তনের পিন্ড আরও বড় এবং শক্ত হলে

৪. স্তনের বোঁটা থেকে অনবরত রক্ত নির্গত হলে

৫. স্তনের ত্বকে পরিবর্তন দেখা দিলে

৬. স্তনের বোঁটা ভিতরের দিকে ঢুকে গেলে

কোথায় চিকিৎসা করাবেন :

জেলা সদর হাসপাতাল

মেডিক্যাল কলেজ হাসপাতাল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

বিশেষায়িত সরকারি/বেসরকারি হাসপাতাল

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh