• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আটকে গেল আশিয়ান সিটি প্রকল্প

অনলাইন ডেস্ক
  ২২ আগস্ট ২০১৬, ১১:৫১

আশিয়ান সিটি প্রকল্পের উত্তরখান ও দক্ষিণখানসহ চারটি মৌজার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া রিভিউ রায় সর্বোচ্চ আদালত স্থগিত করল। এতে আটকে গেল আশিয়ান সিটি প্রকল্পের কাজ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ সোমবার হাইকোর্টের রিভিউ রায় স্থগিত করেন।

গেল ১৬ জানুয়ারি হাইকোর্ট আশিয়ান সিটির ওই প্রকল্প অবৈধ ঘোষণা করেছিল। আশিয়ান সিটি রিভিউ আবেদন করলে ১৬ অগাস্ট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা)।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, প্রকল্পের জমি হস্তান্তর, উন্নয়ন, বিজ্ঞাপন প্রচার, ডিক্রিসহ সব ধরনের কার্যক্রমের ওপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।

আশিয়ান সিটির পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh