• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ডাকসু নির্বাচন দাবি

ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ২০:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক সমিতি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় কয়েকজন শিক্ষক কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের কিলঘুষিও মেরেছেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোট চলার মানববন্ধনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের ছাত্র মাসুদ আল মাহ্দীর নেতৃত্বে মানববন্ধন শুরু হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ঢাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ, ছাত্রফ্রন্টের ইভা মজুমদারসহ বাম ছাত্র সংগঠনের কর্মীদের অংশ নিতে দেখা গেছে।

তবে শিক্ষার্থীদের ওই প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক নেতাদের হামলা ও ছাত্রীদের গায়ে হাত দেয়ার অভিযোগ করেছেন মানববন্ধনের আয়োজক মাসুদ। তিনি বলেন, 'শিক্ষকরা আমাদের নীরব প্রতিবাদে বাধা দিয়েছেন। শিক্ষার্থীদের কিলঘুষি মেরেছেন। এটা খুবই লজ্জাজনক।'

ওই মানববন্ধনে উপস্থিত থাকা ঢাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ আরটিভি অনলাইনকে বলেন, 'মানববন্ধনে প্রক্টরসহ শিক্ষক নেতারা ধাক্কাধাক্কি করেন। কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের কিলঘুষি মারেন। প্রক্টর আমজাদ আলী ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহর নেতৃত্বে এ হামলা করা হয়।'

তিনি আরো বলেন, 'ধাক্কাধাক্কির সময় শিক্ষকদের কয়েকজন নারী শিক্ষার্থীদের গায়েও হাত দেন। শার্টের কলার ধরে শিক্ষার্থীদের সিনেট ভবন থেকে রেজিস্ট্রার ভবনের গেট দিয়ে বের করে দেন।'

তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, 'ভোট কেন্দ্রের সামনে তারা দাঁড়িয়েছিল। আমি তাদের গেটে দাঁড়াতে বলেছিলাম। কিন্তু তারা খারাপ আচরণ করে। তখন শিক্ষকরা তাদের ঠেলে সেখান থেকে সরিয়ে সামনের দিকে নিয়ে গেছে।'

তিনি আরো বলেন, 'ডাকসু নির্বাচন তারা চাইতেই পারে। সে নির্বাচন না হলে বাকি সব নির্বাচন অবৈধ, এটা তো হতে পারে না।'

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh