• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার নির্দেশ হাইকোর্টের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ১৭:০৭

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় বিভিন্ন স্থাপনা থেকে চাকমা সার্কেল চিফ ত্রিদিব রায়ের নাম ৯০ দিনের মধ্যে মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজি রেজা-উল হক ও মোহাম্মদ উল্লার বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বদিউজ্জামান ও হেলাল নামের দুইজন এ সংক্রান্ত একটি রিট আবেদন করেন। ওই রিট আবেদন আমলে নিয়ে আদালত এ নির্দেশ দেন।

নির্দেশে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় বিভিন্ন স্থাপনা থেকে চাকমা সার্কেল চিফ ত্রিদিব রায়ের নাম ৯০ দিনের মধ্যে মুছে ফেলে অন্য কারো নামে নামকরণ করতে হবে।

চাকমাদের ৫০তম রাজা ত্রিদিব রায়-এর নাম ১৯৭২ সালের দালাল আইনে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তিনি সেই অভিযোগ মোকাবেলা করার জন্য কখনো বাংলাদেশে ফিরে আসেননি।

১৯৫৩ সালের ২ মে থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি রাজা ছিলেন। পাকিস্তানে তিনি একজন লেখক, কূটনৈতিক, বৌদ্ধ ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

১৯৮১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর তিনি মারা যান।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh