• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিচার বিভাগ স্বাধীন, বিচারপতিরা নন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০১৭, ২০:৩৩

দেশের বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচারপতিরা নন। বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা বারের আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দেশের বিচারকরা নিয়ন্ত্রণাধীন। বেশ কিছু রুলস আর এথিক্স আছে যেগুলোর বাইরে বিচারকরা যেতে পারেন না। এগুলোর মাধ্যমে বিচারকদের নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিচার বিভাগের ওপর আস্থা রাখলে দেশে অন্যায়-দুর্নীতি অনেক কমে যাবে। রাষ্ট্র ও রাষ্ট্রপ্রধান যত ক্ষমতাধরই হোক তাকে আইনের কাছে মাথানত করতে হয়। কেউ আইনের ঊর্ধ্বে নন।

তিনি বলেন, বিচার বিভাগের মতো বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারলে অন্যায়, অপরাধ, দুর্নীতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে।

প্রধান বিচারপতি আরো বলেন, মানব সভ্যতার মূল চাবিকাঠি হচ্ছে ন্যায়বিচার। একটি জাতির মানদণ্ড বিচার হয় সে দেশের বিচার ব্যবস্থার ওপর। আর দেশের সভ্যতা নিরূপণ হয় উন্নত বিচার ব্যবস্থার ওপর।

বিচার বিভাগে যেই থাকুক তার ওপর সবার সম্মান রাখা উচিৎ। কারণ এই প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখা মানেই সংবিধানকে সম্মান করা। আর এটা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh