• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আত্মসমর্পণের পর কারাগারে বুলু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০১৭, ১৬:৫৫

রামপুরা থানার একটি নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর জামিন আবেদন নামঞ্জুর করেছে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ নির্দেশ দেন। সকালে ঢাকা মহানগর হাকিমের আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবার মাধ্যমে ৩১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বুলু।

বরকত উল্লাহ বুলুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, বরকত উল্লাহ বুলু অসুস্থ। দেড় মাস তিনি হাসপাতালে ছিলেন। তাছাড়া সামনে রোজার মাস। সবকিছু বিবেচনায় যেকোনো শর্তে তার জামিন দেয়ার আবেদন করা হয়। কিন্তু ১২ মামলায় জামিন নাকচ হওয়ায় আদালত থেকেই তাকে কারাগারে পাঠানো হয়।

গেলো বছর ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়। এসব থানার ৩১টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বুলু।

আর/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh