• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফের সাইবার হামলার আশঙ্কা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মে ২০১৭, ১৮:২৭

বিশ্বজুড়ে দু’লাখের বেশি কম্পিউটারে সাইবার হামলার রেশ কাটতে না কাটতেই সোমবার আরেক দফা হামলার আশঙ্কা করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সাপ্তাহিক ছুটির পর যুক্তরাষ্ট্র ও ইউরোপে কম্পিউটারের ব্যবহার বেশি হওয়াতে এমন আশঙ্কা। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে কম্পিউটার সিস্টেম সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে ব্রিটিশ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার।

এদিকে শুক্রবারের সাইবার হামলাকে ‘জেগে ওঠার বার্তা’ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

মাইক্রোসফট বলছে, বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দুই লাখেরও বেশি কম্পিউটার সাইবার হামলার শিকার হওয়ার ঘটনাটিকে কম্পিউটার প্রযুক্তি বিষয়ে মানুষকে আরো বেশি সজাগ হবার কথাই মনে করিয়ে দিয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, ১৫০টি দেশে ক্ষতিকর ভাইরাস ছড়ানোর ঘটনা বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য ‘সতর্কবার্তা’।

ঘটনাটিকে কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে মানুষকে আরো বেশি সচেতন হবার বার্তা দিচ্ছে জানিয়ে বিভিন্ন দেশের সরকারের নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংগ্রহ পদ্ধতির সমালোচনাও করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোববার পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh