• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জিপিএ-৫ এ সেরা ঢাকা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ আগস্ট ২০১৬, ১৮:২৫

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ-৫ ঢাকা শিক্ষা বোর্ডের। ৮টি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে শুধু ঢাকা বোর্ডে ২৮ হাজার ১১০ জন জিপিএ-৫ পেয়েছে।

৪ হাজার ৫৮৬টি জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। ৩ হাজার ৮৯৯ জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে আছে দিনাজপুর বোর্ড। চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ২৫৩, কুমিল্লায় ১ হাজার ৯১২, সিলেটে ১ হাজার ৩৩০ এবং বরিশালে ৭৮৭ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়াও, মাদ্রাসায় ২ হাজার ৪১৪ জন এবং কারিগরি বোর্ডে ছয় হাজার ৫৮৭ জন জিপিএ-৫ পেয়েছে।

এ বছর ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। পাসের গড় ৭৪ দশমিক ৭০ শতাংশ।

কে/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh