• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরেও এগিয়ে মেয়েরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ আগস্ট ২০১৬, ১৫:৩৫

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ। গেল বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৪৩ শতাংশ। এ বছর দিনাজপুরে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৯৯। পাসের ক্ষেত্রে এগিয়ে মেয়েরা। ৭৩ দশমিক ২৩ শতাংশ মেয়ে এবং ৬৮ দশমিক ৩৩ শতাংশ ছেলে। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছেলেরা। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৩৩৪ জন ছেলে। ১ হাজার ৫৬৫ জন মেয়ে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, চলতি বছর এ শিক্ষা বোর্ডের অধীনে ৮ জেলার ৬১২টি কলেজ থেকে ১ লাখ ৩ হাজার ৯৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৭২ হাজার ৮২৯।

এবার এ বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করা কলেজের সংখ্যা গেল বছরের অর্ধেকে নেমে গেছে। গেল বছর ২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করে। এবার এ ধরনের প্রতিষ্ঠান ১১টি।

অন্যদিকে, একজনও পাস না কলেজের সংখ্যা বেড়ে হয়েছে ৮টি। গেল বছর ছিল ৫টি।

কে/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh