• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেটগালা ২০১৭ ’র বসন্ত প্রদর্শনী শুরু ১ মে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ মে ২০১৭, ১১:৫৬

পহেলা মে সোমবার নিউইয়র্ক মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস দরজা খুলতে যাচ্ছে মেটগালা ২০১৭। এটি হচ্ছে নিউইয়র্ক সিটিতে অবস্থিত আর্টস কস্টিউম ইনস্টিটিউটের জন্য একটি বার্ষিক চাঁদা তোলার উৎসব।

মেটগালাকে আনুষ্ঠানিকভাবে কস্টিউম ইনস্টিটিউট গালা বলা হয়। অনেকের কাছে কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনীর গ্র্যান্ড ওপেনিং হিসেবে এটি পরিচিত।

প্রতিবছরের মতো এ বছরও কক্টেল আওয়ারের সময় অতিথিরা লাল গালিচার ওপর দাঁড়িয়ে কথা-বার্তা বলবেন। ডিনার পার্টির আগে এবারও প্রসিদ্ধ শিল্পীরা বিনোদন উপহার দেবেন।

এ মেটগালার প্রথম আসর হয়েছিল ১৯৪৬ সালে।

অতীতে মেটগালার রেট কাপের্টে যেসব সেলেব্রেটিরা হেঁটেছিলেন তা আরটিভি অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

২০১৫: চায়না: থ্রো দ্যা লুকিং গ্লাস (মে ৭ - আগস্ট ১৬, ২০১৫)

১৯৮৫-১৯৮৬: কস্টিউমস অব রয়্যাল ইন্ডিয়া (ডিসেম্বর ১৯৮৫ - আগস্ট ১৯৮৬)

১৯৭৯-১৯৮০: ফ্যাশন্স অব দ্যা হাবসবার্গ এরাঃ অষ্ট্রিয়া-হাঙ্গেরি (ডিসেম্বর ১৯৭৯ - আগস্ট ১৯৮০)

১৯৮০-১৯৮১: দ্যা মানচু ড্রাগনঃ কস্টিউমস অব চায়না, দ্যা চিং ডাইনাস্টি

১৯৭৭-১৯৭৮: ভ্যানিটি ফেয়ারঃ এ ট্রেজার ট্রোভ (ডিসেম্বর ১৯৭৭ - সেপ্টেম্বর ১৯৭৮)

২০০৪: ডেঞ্জারাস লিয়াইসন্সঃ ফ্যাশন অ্যান্ড ফার্নিচার ইন দ্যা ১৮শ’ সেঞ্চুরি

১৯৮১-১৯৮২: দ্যা ১৮শ’ সেঞ্চুরি ওয়াম্যান (ডিসেম্বর ১৯৮০ - আগস্ট ১৯৮২)

১৯৯৫-১৯৯৬: হট কৌচার (ডিসেম্বর ১৯৯৪ - মার্চ ১৯৯৫)

১৯৭৬-১৯৭৭: দ্যা গ্লোরি অব রাশিয়ান কস্টিউম (ডিসেম্বর ১৯৭৬ - আগস্ট ১৯৭৭)

১৯৭৭-১৯৭৮: ভ্যানিটি ফেয়ারঃ এ ট্রেজার ট্রোভ (ডিসেম্বর ১৯৭৭ - সেপ্টেম্বর ১৯৭৮)

১৯৮০-১৯৮১: দ্যা মানচু ড্রাগন: কস্টিউমস অব চায়না, দ্যা চিং ডাইনাস্টি

১৯৭৪-১৯৭৫: রোম্যান্টিক অ্যান্ড গ্ল্যামেরাস হলিউড ডিজাইন (নভেম্বর ১৯৭৪ - আগস্ট ১৯৭৫)

১৯৮২-১৯৮৩: লে বেল্লে ইপক (ডিসেম্বর ১৯৮২ - সেপ্টেম্বর ১৯৮৩)

২০০৬: এঞ্জেলোমেনিয়াঃ ট্রেডিশন অ্যান্ড ট্রান্সগ্রেশন ইন ব্রিটিশ ফ্যাশন (মে ৩ - সেপ্টেম্বর ৬, ২০০৬)

এপি/সি/আপ-এপি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh