• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে হস্তক্ষেপের এখতিয়ার রাখে সুপ্রিমকোর্ট’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৭, ১৯:০৩

সংসদে সংবিধানের কোনো পরিবর্তন মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও জনস্বার্থবিরোধী হলে সুপ্রিমকোর্ট তাতে হস্তক্ষেপের এখতিয়ার রাখে। যদিও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদ সদস্যরা সংবিধানে এ পরিবর্তন আনেন। বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগে’র উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, শ্রেণি-পেশা বা ক্ষমতা বিবেচনায় নয়, আইনের প্রয়োগ সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। তবেই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

প্রধান বিচারপতি বলেন, এখনো দেশে পূর্ণ আইনের শাসন প্রতিষ্ঠা পায়নি। এজন্য আমাকে বেশি কথা বলতে হয়। অন্যান্য দেশে আইনের শাসন রয়েছে। এজন্য ওই সব দেশের প্রধান বিচারপতিকে বেশি কথা বলতে হয় না।

‘ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগে’র চেয়ারম্যান ক্রিস্টিন রিচার্ডসনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh